চন্দনাইশে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মহিলাসহ আহত ৫

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৪ অপরাহ্ণ

চন্দনাইশে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় উপজেলার সাতবাড়িয়াবৈলতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চন্দনাইশ থানা পুলিশ সূত্র জানায়, সাতবাড়িয়াবৈলতলী সড়কের যতরকুল বেপারীপাড়া স্কুল সংলগ্ন এলাকায় বাগিচাহাটমুখী অনটেস্ট সিএনজিচালিত অটোরিকশা এবং বৈলতলীমুখি একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় পরিবহনের ৫ জন যাত্রী আহত হয়। আহতরা হলোচন্দনাইশ পৌরসভার মৃত শামসুল ইসলামের ছেলে মো. রিদুয়ান (২২), বৈলতলী এলাকার আবুল হোসেনের কন্যা তোফায়েল জান্নাত (১৯), রাইমা হোসেন (১০), হারলা গ্রামের শফিউল্লাহর পুত্র মো. রায়হান (২২) ও পটিয়া ছনহরা এলাকার আবু ছৈয়দের স্ত্রী ফরিদা বেগম (৪৫)। আহতদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উপরোক্ত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সিএনজি ও ব্যাটারি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ৫ জন আহত হয় এবং ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক কাউন্সিলর জাফরুল ইসলামের স্মরণ সভা
পরবর্তী নিবন্ধআজ ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী