চন্দনাইশে তিন চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনকে ১৩ হাজার টাকা জরিমানা

আচরণবিধি লঙ্ঘন

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ৩ চেয়ারম্যান প্রার্থী ও ১ সাধারণ সদস্য প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলার বরকল, বরমা ও হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বরকল, বরমা ও হাশিমপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় বরকল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. নাসির উদ্দীনকে ৩ হাজার, বরমা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাবেদ মো. গাউছ মিল্টনকে ৫ হাজার, হাশিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হককে ১ হাজার এবং বরকল ইউনিয়নের সাধারণ সদস্য প্রার্থী মো. শহিদুল আলমকে ৪ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সকল প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরপ্তানি প্রক্রিয়া সহজীকরণে বাণিজ্য মন্ত্রণালয়কে বিজিএমইএর অনুরোধ
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন