চন্দনাইশ সাতঘটিয়া পুকুর পাড় তাহফিজুল কুরআন মডেল মাদরাসা ও হযরত শাহসূফি আলী রজা ও একরাম শাহ রজায়ী (রহঃ) এতিমখানায় শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রজায়ী যুব ত্বরিকত কমিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী।
এতে প্রধান অতিথি বলেন, দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসা সমূহকে যুগোপযোগী করে তোলা বর্তমান সময়ে খুবই জরুরি। অনেকে অতি আবেগী হয়ে ধর্মীয় আছার অনুষ্ঠানের নামে ইসলাম বিবর্জিত বিতর্কিত কাজে কষ্ট অর্জিত অর্থ ব্যয় করে, যা প্রকৃতপক্ষে পকেট ভরা ছাড়া ইসলামের কোনো কাজে আসেনা। সঠিক জায়গায় দান করা ছদকাহ–এ জারিয়া হিসাবে গণ্য হবে। মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী সকল ফিতনা হতে সতর্ক হয়ে সত্যিকার দ্বীন চর্চায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ কামরুদ্দিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, বিশেষ অতিথি ছিলেন মাওলানা ক্বারী ফেরদৌসুল আলম আল কাদেরী, মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন আনসারী, মাওলানা মোহাম্মদ হামিদ হোসাইন, নাজিম উদ্দীন সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।