ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার নানা জাতের ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এ সময় আলোচনায় অংশ নেন ডায়মন্ড সিমেন্ট লি. এর ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) আব্দুর রহিম, নাজিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদ, সহকারী ব্যবস্থাপক (ক্রেডিট কন্ট্রোল) আবুল মনসুর আহমেদ, নির্বাহী প্রকৌশলী কফিল উদ্দীন, এডভোকেট ইমরান হোসেন সুজন, রিজওয়ান মুহাম্মদ কফিল, রাজিব হোসেন রিফাত, সাদ মুহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।