চন্দনাইশে ডাম্পারে ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৭:৪৬ অপরাহ্ণ

ডাম্পারে করে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. বাবুল মিয়া(৩৫)।

আজ বৃহস্পতিবার(১৮ নভেম্বর) ভোরে দোহাজারী পৌর সদর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশ এ অভিযান চালায়। এসময় ইয়াবা বহনকাজে ব্যবহৃত ডাম্পারটিও জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে।

এসময় ভোরে চট্টগ্রামমুখী নম্বরবিহীন একটি ডাম্পারকে সিগন্যাল দিয়ে থামায়। পরে ওই ডাম্পারে তল্লাশি চালিয়ে বিশেষ ব্যবস্থায় রেখে পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ ডাম্পারে থাকা চন্দনাইশের দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড হাছনদন্ডি কাজীরপাড়া ফকিরবাড়ি এলাকার আহাম্মদ কবিরের পুত্র মো. বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় পুলিশ ডাম্পারটিও জব্দ করে।

ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, পুলিশের অপর ১টি দল দোহাজারী পৌরসভার দেওয়ানহাট এলাকায় অভিযান চালিয়ে ইসলাম মিয়া প্রকাশ বুচুইক্যার পুত্র জিআর পরোনায়ানাভুক্ত আসামি বাচা মিয়াকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত বাবুল সহ ২ আসামিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে আহত ১
পরবর্তী নিবন্ধপুকুরে ভেসে উঠে ছোট্ট প্রিয়সীর দেহ