চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে আজিজুল হক নয়ন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় চট্টগ্রামকক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত যুবক পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের খলিল সওদাগর বাড়ির আবুল কাশেমের ছেলে। জানা গেছে, ৬ মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন নয়ন। ৪ মাস আগে পারিবারিকভাবে বিয়েও করেছিলেন তিনি।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিকাশ বড়ুয়া জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নয়নের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদার দাবিতে অস্ত্র উঁচিয়ে গুলি
পরবর্তী নিবন্ধচবির সেই দুই শিক্ষকের বেতন বন্ধ, তদন্তে নতুন কমিটি