চন্দনাইশে ট্রাকের ধাক্কায় রিকশারোহী শিক্ষিকা নিহত

স্বামী আহত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২০ at ৯:৫৭ অপরাহ্ণ

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তার নাম জান্নাতুল ফেরদৌস (৩৫)।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাথে থাকা তার স্বামী নুরুল আলম (৪০)।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল উপজেলার হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
স্থানীয়ভাবে জানা যায়, আজ বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস তার স্বামী নুরুল আলমকে নিয়ে ব্যক্তিগত কাজে দোহাজারী যাচ্ছিলেন।
এসময় তাদের বহনকারী অটোরিকশাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দেওয়ানহাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পেঁয়াজ বোঝাই একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দু’জনই গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইয়াছির আরাফাত দুর্ঘটনার ব্যাপারে থানায় কেউ অবহিত করেননি বলে জানান। তবে এ প্রতিবেদক থেকে খবর পেয়ে তিনি এব্যাপারে খোঁজ খবর শুরু করেছেন এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে টমটম উল্টে প্রাণ গেল স্কুল ছাত্রীর
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৩