চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের ধোপাছড়ি বাজারে একটি দোকানে টিনের চাল কেটে চুরির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার ভোররাতে বাজারের সিরাজ সওদাগরের দোকানে এ ঘটনা ঘটে। এ সময় চোর দোকানে থাকা নগদ টাকাসহ বিপুল পরিমাণ সিগারেট নিয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানি। ক্ষতিগ্রস্ত সিরাজ সওদাগরের ভাতিজা ফারুক জিদান জানান, তার চাচা স্থানীয়ভাবে মুদি দোকানের পাশাপাশি ডার্বি ও ম্যারিজ সিগারেট কোম্পানির ডিলার ছিলেন। সে সুবাদে দোকানে প্রচুর সিগারেট মজুদ থাকতো। শনিবার ভোরে এক চোর দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়– হিজাব পড়ে একজন চোর ভিতরে প্রবেশ করে। এ সময় সে বিপুল পরিমাণ সিগারেট ও ক্যাশে রক্ষিত নগদ টাকা নিয়ে ভোরের আলো ফুটতেই দোকানের পেছনের দরজা খুলে পালিয়ে যায়। এতে আনুমানিক আড়াই লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ ব্যাপারে ধোপাছড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে দোকানে চুরির ব্যাপারে থানায় কেউ অবগত করেনি বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার।