চন্দনাইশে জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ

১০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৬ মে, ২০২১ at ১:০৭ অপরাহ্ণ

চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১শ’ কেজি জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৎস্য ব্যবসায়ী টিপু দাশকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (২৬ মে) সকাল ৭টায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দেওয়ানহাট পাইকারী বাজারে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, জেলিযুক্ত বাগদা চিংড়ি বিক্রির সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে আজ বুধবার সকাল ৭টায় দেওয়ানহাটস্থ মৎস্য আড়তে অভিযান চালানো হয়।
এসময় মৎস্য ব্যবসায়ী টিপু দাশের কাছ থেকে ১শ’ কেজি জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ করা হয় এবং তাকে মৎস্য পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত চিংড়িগুলো স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানের সময় চন্দনাইশ থানার একদল পুলিশ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, উপজেলা মৎস্য দপ্তরের মাঠ কর্মকর্তা সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনা ফেরার দেশে সোলসের রনি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ জন