চন্দনাইশে জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সালানা জলসা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরে জামেয়া তাহেরিয়া আনওয়ারুল উলূম মাদ্রাসার বার্ষিক সালানা জলসা ও পবিত্র ঈদ(দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার খতমে কুরআন, খতমে গাউসিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন। প্রধান আলোচক ছিলেন আনজুমান ট্রাস্টের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার।

বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ইমরান আহমেদ, ফজল আহমদ মাস্টার, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, প্রফেসর মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, মাও. সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, মাও. মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুহাম্মদ শফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আমীর হোসেন চৌধুরী, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, মোহাম্মদ হোসেন চৌধুরী, ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ শহীদুল আলম।

মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় মাহফিলে ত্বকরির পেশ করেন অধ্যক্ষ মাও. আ ন ম আহমদ রেজা নক্সবন্দী, অধ্যক্ষ মাও. মুহাম্মদ সিরাজ উদ্দীন কাদেরী, মাও. মুহাম্মদ আবুল কাসেম আনছারী, মাও. মুহাম্মদ ফেরদৌস উল আলম খান কাদেরী, মাও. মুহাম্মদ আলতাফ হোসেন, মাও. মুহাম্মদ আলী, মাও. জামাল আহমেদ, মাও. মুহাম্মদ নূরুল ইসলাম কাদেরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবালুর রশীদ সেলিম, কবির আহমদ মাস্টার, মোহাম্মদ এখলাছ, মোহাম্মদ ফারুকুল আলম চৌধুরী, মোহাম্মদ আবু ছৈয়দ, খায়ের আহমদ, মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার ১২ ইউপিতে প্রশাসক নিয়োগ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পাইলিং টাওয়ার ভেঙে নিহত শ্রমিক