চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। গত ৩ জানুয়ারি উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান, বিভিন্ন প্রতিযোগিতা ও উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান (পিপিএম), উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান। সমাজসেব সুপারভাইজার মো. শফিউল আজিম। অনুষ্ঠানে পাঁচজন ঋণগ্রহীতাকে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়।

পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ৩০ জন এতিম শিক্ষার্থীকে পোশাক এবং ২০ জন প্রতিবন্ধীকে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার ১৯টি এতিমখানার নিবাসীদের অংশগ্রহণে ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া এতিমখানা। ফুটবলে রানার্সআপ শাহসূফী মমতাজিয়া মোহাম্মদীয়া এতিমখানা এবং ব্যাডমিন্টনে রানার্সআপ জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা ও এতিমখানা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সাথে মীরসরাই কলেজ প্রতিনিধিদলের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধহালদায় দ্বিতীয় ধাপে ২২০ কেজি মাছের পোনা অবমুক্ত