চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জাটকা বিক্রির দায়ে ৩ মৎস্য ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২৯ কেজি জাটকা জব্দ করা হয়।গতকাল বুধবার উপজেলার দোহাজারী পৌরসভা মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির জানান, বাজারে জাটকা বিক্রির সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েকের নেতৃত্বে দোহাজারী মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় মৎস্য ব্যবসায়ী প্রদীপ জলদাশের নিকট থেকে ৭ কেজি ১শ গ্রাম, সুভাস জলদাশ থেকে ৫ কেজি ৬শ গ্রাম জাটকা জব্দ করে এবং তাদেরকে ৪ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে বাচা মিয়ার কাছ থেকে ১৫ কেজি ৫শ গ্রাম জাটকা জব্দ করে এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
জব্দকৃত জাটকাগুলো স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।