চন্দনাইশে জসিম উদ্দীনের ধানের শীষের প্রার্থিতা প্রত্যাহার দাবি

আমরণ অনশনের ঘোষণা বিএনপি নেতা রাজুর

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১২:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে কাল মঙ্গলবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরুর ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা এম এ হাশেম রাজু।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়ন ফরম নিয়েছিলেন।

তবে মনোনয়ন ফরম জমাদানের শেষদিন সোমবার তার মনোনয়ন ফরম জমা দেননি। তবে উপজেলা বিএনপিকে কলঙ্ক মুক্ত করতে বর্তমানে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দীন আহমদের প্রার্থিতা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন করার ঘোষণা দিয়ে ফেসবুক পোস্ট দেন তিনি।

তিনি মোবাইল ফোনে জানান, ধানের শীষের প্রার্থীতা পাওয়া জসিম উদ্দীন বিএনপির কেউ না। তাকে মনোনয়ন দিয়ে পুরো দলকে কলঙ্কিত করা হয়েছে। তার দাবি জসিমের প্রার্থীতা প্রত্যাহার করে বিগত ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়ে মাঠে ময়দানে ছিলেন তারা সবাই ত্যাগী নেতা। তাদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দিলে তার আপত্তি থাকতো না। এদিকে বিতর্কিত জসিম উদ্দীন আহমদকে দলীয় মনোনয়ন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন সবাই।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা সৈকতে প্রবেশ নিষিদ্ধ, বন্ধ থাকবে বার ও মদের দোকান
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা