চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরী বৈল্লা পুকুরপাড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মদ বিক্রির নগদ অর্থসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। এসময় বিক্রির জন্য মজুদ রাখা ১৪ লিটার পাহাড়ি চোলাই মদও উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার ভোররাতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ এ অভিযান চালায়। পুলিশ জানায়, দোহাজারী পৌরসভাধীন ৫নং ওয়ার্ড জামিজুরী বৈল্লা পুকুরপাড় এলাকায় বিক্রির জন্য মদ মজুদ রাখার সংবাদ গোপন সুত্রে পেয়ে এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশদল অভিযান পরিচালনা করেন। তখন ওই এলাকার চাঁন মিয়ার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে বিক্রির জন্য মজুদ রাখা ১৪ লিটার পাহাড়ি চোলাই মদ ও মদ বিক্রির নগদ ৭ হাজার টাকা উদ্ধার করে। এসময় এলাকার মো. নুরুল আলম প্রকাশ গোল্লার পুত্র মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে। এব্যাপারে চন্দনাইশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ হোসেন একজন পেশাদার মাদক কারবারী। তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।