চন্দনাইশ পৌরসভার জিহস ফকিরপাড়া থেকে চোরাই সিএনজিসহ ১ জনকে আটক করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন হারুন (২৮)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুরে পুলিশ এ অভিযান চালায়। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মজনু মিয়া জানান, উদ্ধারকৃত সিএনজিটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এটি নগরীর সিএন্ডবি মোড় এলাকা থেকে চুরি হয়েছে। এ ব্যাপারে চান্দগাঁও থানায় একটি অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত সিএনজির ব্যাপারে মালিকপক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। মালিক পক্ষ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসলে আইনানুগ প্রক্রিয়া শেষে সিএনজিটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হবে।