চন্দনাইশে চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেপ্তার

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

চন্দনাইশে চোরাই মোটরসাইকেলসহ জাবেদ জাহাঙ্গীর নামে ১০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গত বছর ৯ ডিসেম্বর চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ আলমগীর চেয়ারম্যানের বাড়ির মৃত মোজাহের মিয়ার পুত্র মো. নোমানের (৪৯) একটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের পর মোটরসাইকেলটি উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চন্দনাইশ থানার পুলিশ। গত মঙ্গলবার চোরাইকৃত মোটরসাইকেলটি কেরানীহাটে রয়েছে এমন সংবাদ গোপন সূত্রে পেয়ে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় চোরাইকৃত মোটরসাইকেলটিসহ জাবেদ জাহাঙ্গীর নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাবেদ জাহাঙ্গীর সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার ইলিয়াছ ড্রাইভারের পুত্র। সে সড়ক দুর্ঘটনায় একহাত হারিয়েও চোরাই মোটরসাইকেলটির এঙিলারেটর স্টেয়ারিং বাম পাশে স্থানান্তর করে একহাতে চালিয়ে সিলেট, রাজশাহী, খুলনা ও পদ্মা সেতুসহ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেলসহ গ্রেপ্তারকৃত জাবেদ জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। তাকে গতকাল আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে একদিনে ৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধছন্দে ফিরে সিরিজ বাঁচানোর লক্ষ্য