চন্দনাইশে চোরাইকৃত মালামাল উদ্ধার, ৫ চোরসহ গ্রেপ্তার ৬

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ চোরসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এসময় আনুমানিক ২৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। গতকাল রোববার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে চুরি মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পৌরসভার ৫নং ওয়ার্ড জামিজুরী এলাকার নুরুল আলমের পুত্র মো. শফিউল আলম (২০), আবদুল সালামের পুত্র মো. আবদুল করিম (২২), ৩নং ওয়ার্ড এলাকার মো. আইয়ুব আলীর পুত্র আবদুল্লাহ আলম নাঈম (২০), আবদুল মাবুদ প্রকাশ বাবুর পুত্র রবি উদ্দিন প্রকাশ আবদুল কাইয়ুম (২১) এবং ৮নং ওয়ার্ড উত্তর হাশিমপুর এলাকার মো. আবুল কাশেমের পুত্র মো. সোলাইমান খোকন (৩৮)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২টি ব্লক তৈরীর টিউব ও ২টি টায়ার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। একইদিন রাতে অপর অভিযানে ২টি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রবিউল হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, চুরি মামলার ৫ আসামিসহ গ্রেপ্তারকৃত ৬ আসামিকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন লইয়ার্স সোসাইটির মিলনমেলা
পরবর্তী নিবন্ধডেন্টাল সার্জনদের আর্ন্তজাতিক কনফারেন্স সম্পন্ন