চন্দনাইশে গুঁড়িয়ে দেয়া হলো ৪ অবৈধ ইটভাটা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৫২ অপরাহ্ণ

হাইকোর্টের নির্দেশে চন্দনাইশে ৪টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। এসব ইটভাটার চিমনি স্কেভেটরের সাহায্যে গুঁড়িয়ে দেয়া হয়।
আজ রবিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো চন্দনাইশের বাগিচাহাট এলাকার টু স্টার ব্রিকস, খাজা ব্রিকস, কাঞ্চননগর এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস ও কাঞ্চননগর ব্রিকস।
আজ বেলা ১১টার দিকে প্রথমে উপজেলার হাশিমপুর বাগিচাহাট খান বটতল এলাকায় অবস্থিত টু স্টার ব্রিকস ও মেসার্স খাজা ব্রিকসে অভিযান চালানো হয়।
এসময় ইটভাটা দু’টির চিমনি স্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দেয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে মেসার্স চৌধুরী ব্রিকস ও মেসার্স কাঞ্চননগর ব্রিকসের চিমনিও স্কেভেটরের সাহায্যে গুড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের এর পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরি, জেলা প্রশাসন, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজিব। অভিযানে পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক নুর হাসান সজিব জানান, হাইকোর্টের নির্দেশ ছিল এক সপ্তাহের মধ্যে অবৈধ ইটভাটাগুলো ভেঙে দিতে হবে। তাই ভাটা মালিকদের কোনো সময় দেয়ার সুযোগ না থাকায় আজ রবিবার অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাহাত্তারপুলে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটন ধর্মঘট