চন্দনাইশে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলায় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ) সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় পরিবেশবান্ধব খামারের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ে স্থানীয় ডেইরি খামারীদের নিয়ে এক গাভী পালন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার চরবরমায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এবং আইডিএফ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আইডিএফথএসইপি প্রকল্পের ভেটেরিনারি অফিসার ডা. শাহেদা বানুর স্বাগত বক্তব্যের পর কর্মশালায় গাভী পালন, গো-খাদ্য ও গাভীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করেন চন্দনাইশ উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন।

খামারিরা ভেটেরিনারি সার্জনের সঙ্গে তাদের গাভী পালন সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলাভাবে আলোচনা করেন এবং পরামর্শ নেন। পরে আইডিএফএসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ড. অহিদুল আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন-সুন্নাহর অপব্যাখ্যার কারণে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড মাঠে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মমহোৎসব আজ শুরু