ক্রয় করা গাছ কাটতে গিয়ে গাছের ডালের চাপা পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম মনিরুল হক শিবলু (৩৫)। গতকাল শনিবার সন্ধ্যায় সাতকানিয়ার খাগরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিবলু চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ভান্ডারীপাড়ার নুরুল হক ভান্ডারীর ছেলে।
খানদীঘি হাই স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. সাখাওয়াত হেসেন শিবলী জানান, কাঠ ব্যবসায়ী শিবলু কিছুদিন আগে সাতকানিয়ার খাগরিয়া এলাকা থেকে গাছ ক্রয় করে। গতকাল শ্রমিক দিয়ে ক্রয় করা গাছ কাটছিল সে। এ সময় গাছের নিচে থাকা অবস্থায় হঠাৎ একটি বড় সাইজের গাছের ডাল এসে তার উপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।