চন্দনাইশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২২ মে, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, দেশের একখন্ড জমিও অনাবাদি থাকবে না। চাষযোগ্য সবগুলো জমি চাষাবাদের আওতায় আনার জন্য পদক্ষেপ নিয়েছে সরকার। এজন্য দেশের প্রতিটি খাল পুনঃখনন করা হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে চন্দনাইশ পৌরসভার চুইল্ল্যা খালের ২ কি. মি. পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে চন্দনাইশের প্রায় প্রতিটি খাল পুনঃখনন করে পানি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় ২২ লাখ টাকা ব্যয়ে চুইল্ল্যা খালের ২ কি. মি. সংস্কার করা হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির সহকারী প্রকৌশলী ফাহাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান, পৌরসভা আ. লীগের সভাপতি এম কায়সার উদ্দীন চৌধুরী, উপজেলা আ. লীগের সহ-সভাপতি বলরাম চক্রবর্তী, দোহাজারী পৌরসভা আ. লীগের সভাপতি আবদুর শুক্কুর, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএসএম মুছা তসলিম, যুবলীগ নেতা আনসারুল হক, হেলাল উদ্দীন, মোজাফ্‌ফর আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের ইউএলও আব্দুর রশিদ স্মরণে দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধজামাল নজরুল ইসলাম স্মরণে চবিতে তরুণ গবেষক সম্মেলন