চন্দনাইশ উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদীয়া তৈয়্যবীয়া তাহেরীয়া ছাবেরীয়া পরিচালনা কমিটির দ্বি– বার্ষিক কাউন্সিল গত ১৭ জানুয়ারি খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদীয়া তৈয়্যবীয়া তাহেরীয়া ছাবেরীয়া পরিচালনা কমিটির সভাপতি গোফরানুল হক মুহাম্মদ নোমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীনের পরিচালনায় খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের সাবেক যুগ্ম আহবায়ক মাওলানা আবদুর রহিম আনছারী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ আবু তাহের। উপস্থিত ছিলেন মাওলানা আবদুল খালেক আল–কাদেরী, সাহাব মিয়া সওদাগর, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দিলারা শাহ সবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান গোফরানুল হক মুহাম্মদ নোমান চৌধুরী কে সভাপতি, মাওলানা আবদুল খালেক আল কাদেরী কে সিনিয়র সহ সভাপতি, নাসির উদ্দীন, সাইফুর রহমান, আলমগীর বঈদী, আবদুস সালাম কে সহ সভাপতি, মোহাম্মদ সোহেল আলম কে সাধারণ সম্পাদক, তারেকুর রহমান কে অর্থ সম্পাদক, মাওলানা জাকেরুল্লাহ কে প্রচার সম্পাদক মাওলানা আবদুল করিম কে দাওয়াতে খায়ের সম্পাদক, আরফাত হোসেন কে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ২০২৫–২০২৬ সেশনের জন্য দুই বছরের মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।