চন্দনাইশে কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৭ এপ্রিল, ২০২১ at ১২:০০ অপরাহ্ণ

সরকারিভাবে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করা হলেও চন্দনাইশে কোচিং সেন্টার চালু রাখায় ১টি কোচিং সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইদিন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৪ জন ব্যবসায়ী ও ১ জন পথচারীকে ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন।
জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে চন্দনাইশের গাছবাড়িয়া খানহাট এলাকায় সলিউশন আইটি ইনস্টিটিউট নামে একটি কোচিং সেন্টার চালু রাখে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন সেখানে অভিযান চালান। এসময় দুটি কক্ষে প্রায় শতাধিক ছাত্রছাত্রীকে পড়ানোর সময় কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উক্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। অন্যথায় কোচিং সেন্টার সিলগালাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন। একইদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ও ১ পথচারীকে মোট ৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন সরকার প্রমুখ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার কোচিং সেন্টারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ থাকতে যদি চাও সামাজিক দূরত্ব মানো, মুখে মাস্ক লাগাও…
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান