চন্দনাইশে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে ১ ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা প্রাপ্ত ব্যক্তির নাম মো. ফিরোজ (৪২)। গোপন সূত্রে খবর পেয়ে গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সাতবাড়িয়ায় এ অভিযান পরিচালনা করে।
সাতবাড়িয়া আরিফ শাহ পাড়ার হাফেজনগর দরবার শরীফ সংলগ্ন কৃষি জমির টপসয়েল কাটার সংবাদ পেয়ে গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক অভিযান চালায়। এসময় কৃষি জমির টপসয়েল কেটে পাচার করার সত্যতা পেয়ে মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, কৃষি জমির টপসয়েল কাটার সংবাদ পেয়ে গত মঙ্গলবার রাতে সাতবাড়িয়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পাচারে জড়িত ফিরোজ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।












