নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দেশের প্রতিটি আবাদযোগ্য ভূমিতে আবাদ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার আউশ ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় চন্দনাইশ উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এদিন উপজেলার ৭০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় তিনি সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% সরকারি উন্নয়ন সহায়তা (ভর্তুকি) মূল্যে একটি কম্বাইন হারভেষ্টার ও রিপার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী, যুবলীগ নেতা হেলাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধুরী প্রমুখ।