চন্দনাইশের কানাইমাদারীতে বেসরকারি সেবা ও উনয়ন সংস্থা অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)’র আয়োজনে কমিউনিটি একশন ফর জাস্টিস এনানসিন ওমেন্স এম্পাওয়ারমেন্ট এনড রাইটস এর প্রকল্পের অধীনে, ওমেন্স ওয়ার্ল্ড ডে প্রেয়ার জিসি“র সহায়তায় “আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার” এ শ্লোগান নিয়ে ১ অক্টোবর মঙ্গলবার শুরু হয়েছে “কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণ কর্মসূচী। কানাইমাদারী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী। সভাপতিত্ব করেন কানাইমাদারী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ। সঞ্চালনা করেন ওডেবের এও মো. মাহমুদল হক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল ও বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওডেবের পিও রতন দাশ, শ্রাবস্তী মজুমদার জুঁই, পপি আকতার, ফয়জুল আবেদীন, সজল দাশ, ফয়জুল হাকিম, বন্ধনা বড়ুয়া, সুমন মারমা, হাসিনা আকতার, অনুপমা সাহা, রূপন দাশগুপ্ত সহ ওডেবের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন । চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ইউনিয়নের কিশোর–কিশোরী দলের ৫০ জন কিশোরী এ প্রশিক্ষনে অংশ গ্রহণ করে। কিশোরীদের মাঝে আত্মরক্ষার কৌশল অনুশীলনের মাধ্যমে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা, নিজেদের অধিকার রক্ষা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হতে সাহায্য করা, নিজেদের সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানে আত্মনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ পরিচালনা করছেন শাওলিন কুংফু ও উশু একাডেমির পরিচালক ও প্রধান প্রশিক্ষক মুহম্মদ মহসিন পারভেজ। উল্লেখ্য, ওডেব নারীর মানবাধিকার ইএসসি রাইটস নিয়ে কাজ করে আসছে ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে।