চন্দনাইশে কারেন্ট জাল বিক্রির দায়ে ২ দোকানিকে জরিমনা

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার চন্দনাইশের দোহাজারী পৌরসভায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলামের নেতৃত্বে দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দোহাজারী সদরস্থ মনির আহমদ ও মো. ওসমানের দোকানে বিক্রির জন্য রাখা আনুমানিক ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া যায়। এ সময় মনির আহমদকে ২ হাজার ও মো. ওসমানকে ৩ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম জানান, নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, মৎস্য দপ্তরে ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা। চন্দনাইশ থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধনিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন হতে হবে
পরবর্তী নিবন্ধডিপ্লোমা প্রেজেন্টস মাস্টার অফ ডেজার্টস সিজন-২ এর গ্র্যান্ড ফিনালে