চন্দনাইশ থানা পুলিশ একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার (১৪ জুন) দিবাগত গভীর রাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই মো. আরিফউজ্জামান খাঁনসহ একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে অবস্থান নেয়।
এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে তল্লাশি চালানোকালে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানকে সিগন্যাল দিয়ে থামায়।
পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে কালো পলিথিনে মোড়ানো ২৫টি প্যাকেটে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো চট্টগ্রামের চান্দগাঁও ৪নং ওয়ার্ডের সহিদপাড়ার মৃত নিরোধ মজুমদারের পুত্র নয়ন মজুমদার (৩৪), নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানশালিক ইউনিয়নের মুহামিরাজ এলাকার মৃত সিরাজ মিয়ার পুত্র বেলায়েত হোসেন (৪২) এবং কক্সবাজার জেলার ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিছপুর এলাকার মো. আফছার কামালের পুত্র মো. সফিউল হক প্রকাশ ইমন (২০)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ৩ জনই পেশাদার মাদক কারবারী। তাদের আজ মঙ্গলবার (১৫ জুন) আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।