চন্দনাইশে চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আকতার (১৯) হত্যা মামলার আসামি নাজিম উদ্দীনকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়ি অঞ্চল কাদমার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মোহাম্মদ রাসেল জানান, চন্দনাইশের আলোচিত ঘটনায় একমাত্র অভিযুক্ত নাজিম উদ্দীনকে কঙবাজারের রামু থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গতকাল শুক্রবার বাদে জুমা অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়ার নয়াপাড়া এলাকায় পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী তামান্না নাহিদ ইয়া প্রকাশ আরজু আক্তারকে ধর্ষণ চেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়। গ্রেপ্তার নাজিম সম্পর্কে আরজুর মামা। ঘটনাটি দেখে ফেলায় আরজুর বৃদ্ধ নানা–নানিকেও কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টা চালায় নাজিম। তারা বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় নিহতের পিতা আনোয়ার হোসেন বাদি হয়ে ঘটনার পরদিন নাজিম উদ্দীনকে আসামি করে চন্দনাইশ থানায় ধর্ষণ চেষ্টার পর হত্যা মামলা দায়ের করেন।