চন্দনাইশ পৌরসভার পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন। তার নাম মো. হেফাজুর রহমান (২০)। তিনি গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
গতকাল মঙ্গলবার দুপুরে চৌধুরীপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। জানা যায়, কক্সবাজার জেলার কুতুবদিয়ার এবাদুল্লাহর ছেলে হেফাজুর রহমান মাকে নিয়ে পাঁচ-ছয় বছর ধরে পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়ার একটি ভাড়া বাসায় থাকেন। ৫-৬ দিন আগে তার মা অন্যত্র বেড়াতে যান। গতকাল মঙ্গলবার দুপুরে একাকি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হেফাজুর আত্মহত্যা করেন। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্র জানায়। এ ব্যাপারে তার বড় বোন চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। লাশের ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।












