চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামদোহাজারীকক্সবাজার রেললাইনের চন্দনাইশ কাঞ্চননগর এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় আনুমানিক ৭০ বছর বয়স্ক এক বৃদ্ধ মারা গেছেন। তার নাম আবু তাহের মিয়াজি। গতকাল সোমবার বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, দুর্ঘটনার শিকার হওয়া ওই বৃদ্ধ আবু তাহের গতকাল সোমবার বিকেলে কাঞ্চননগর স্টেশনের পার্শ্ববর্তী বরুমতি ব্রিজ হেটে পার হচ্ছিল। এসময় ঢাকাগামী দ্রুতগতির ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ হাসপাতাল ও পরে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহাজারী হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি কাজী হাসান জানান, কাঞ্চননগর এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যাওয়া আবু তাহের মিয়াজি সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি টেকনাফের বিশিষ্ট ফ্রুট ব্যবসায়ী মো. ইউসুফ আরজুর পিতা। ঘটনারদিন তিনি কাঞ্চননগর এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী ট্রেনের ধাক্কায় মারা যাওয়া ওই বৃদ্ধের লাশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জিআরপি পুলিশের মাধ্যমে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান। চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর ওই বৃদ্ধকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা
পরবর্তী নিবন্ধকাঁঠালের চিপস তৈরি করলো সিভাসুর গবেষকরা