চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ও সকালে পৃথক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে।
চন্দনাইশ প্রতিনিধি জানান, গাছবাড়িয়া–বরকল–আনোয়ারা সড়কের কালিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫।
চন্দনাইশ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আনোয়ারা প্রতিনিধি জানান, গাড়ির চাকায় পিষ্ট হয়ে উমান দত্ত (২৬) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কালীগঞ্জ ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত উমান দত্ত চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা পশ্চিম কন্যারা গ্রামের জয়দ্বীপ দত্তের পুত্র। তিনি কালীগঞ্জ এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত।
জানা যায়, আনোয়ারা থেকে কারখানার শ্রমিকবাহী গাড়িতে করে কালীগঞ্জ কারখানায় পৌঁছার পর গাড়ি থেকে লাফ দিয়ে নামতে গিয়ে হঠাৎ গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আহত শ্রমিকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নিহতের পিতা জয়দ্বীপ দত্ত জানায়, সকালে তার ছেলে উমান দত্ত কর্মস্থলে যাওয়ার পর গাড়ি থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।