চন্দনাইশে এলডিপি প্রার্থী আইনুল ও সাবেক মেয়র আইয়ুব কারাগারে

বিস্ফোরক দ্রব্য আইনের মামলা

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভা নির্বাচনে এলডিপি মনোনীত প্রার্থী এম. আইনুল কবির ও সাবেক মেয়র মো. আইয়ুবকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন। গতকাল মঙ্গলবার তারা দুইজন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জানা যায়, গত জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চলাকালীন সময় ২০১৮ সালের ২২ ডিসেম্বর দুপুরে উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় নৌকা প্রতীক ভাংচুর, বিস্ফোরণ ও ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। তখন ওই ঘটনায় এলডিপি মনোনীত মেয়র প্রার্থী এম. আইনুল কবিরকে ১নং এবং সাবেক মেয়র মো. আইয়ুবকে ২নং আসামি করে মোট ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ইতিপূর্বে ওই মামলায় ৩৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেন চন্দনাইশ থানার তৎকালীন ওসি। ওই মামলায় অপরাপর আসামিরা বিভিন্ন সময় জামিনপ্রাপ্ত হন। গতকাল এলডিপি মনোনীত প্রার্থী এম. আইনুল কবির ও সাবেক মেয়র মো. আইয়ুব আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য মো. আইয়ুব এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের ভাতিজা ও চন্দনাইশ পৌরসভার টানা ২ বারের সাবেক মেয়র। তিনি বর্তমানে আমেরিকার নাগরিকত্বও পেয়েছেন।
এব্যাপারে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতার আলম বলেন, ষড়যন্ত্রমূলক ওই মামলায় আমরা জামিন পেলেও আসন্ন পৌরসভা নির্বাচনে এলডিপিকে প্রতিহত করতেই আমাদের মনোনীত প্রার্থী আইনুল কবির এবং সাবেক মেয়র মো. আইয়ুবকে জামিন দেয়া হয়নি। মূলত এলডিপি প্রার্থীর ইমেজ নষ্ট করার উদ্দেশ্যেই নির্বাচনের আগে গায়েবি মামলায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যতই ষড়যন্ত্র হোক নির্বাচনী প্রচারণা চালিয়ে এলডিপি প্রার্থীর বিজয় নিশ্চিত করে এর জবাব দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেলের নিবন্ধন ফি কমল অর্ধেক
পরবর্তী নিবন্ধসীমান্তে নিরাপত্তা জোরদার