চন্দনাইশে এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ৭:০২ অপরাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ সহ ১ জনকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. শাকিল (৩২)।

পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে এ অভিযান চালায়।

পুলিশ জানায়, অস্ত্র বিক্রির সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানা পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া ৫নং ওয়ার্ডের ছাদেকপাড়ার আবুল কাশেমের ঘরে অভিযান চালায়।

এসময় আবুল কাশেমের পুত্র মো. শাকিলকে আটক করে অস্ত্রের ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শাকিলের দেখানো স্থান থেকে পুলিশ ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, “গোপন সূত্রে উপজেলার পূর্ব সাতবাড়িয়ায় অস্ত্র বেচাকেনা হবে এমন খবর পেয়ে পুলিশ ফোর্স পূর্ব সাতবাড়িযার আবুল কাশেমের ঘরে অভিযান চালায়। অভিযানের সময় আবুল কাশেমের পুত্র মো. শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে একেক সময় একেক রকম কথা বলে। পুলিশি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে শিকার করে তার কাছে অস্ত্র রয়েছে। পরবর্তীতে তার দেখানো স্থান থেকে ১টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে অস্ত্র বিক্রির সংবাদ থাকলেও অভিযানের সময় কাউকে পাওয়া যায়নি।”

এ ব্যাপারে অস্ত্র আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে নগরীর খুলশী থানায়ও অস্ত্র আইনে ১টি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত শাকিলকে আজ বুধবার (১৭ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, পুলিশের পৃথক পৃথক অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো ধোপাছড়ি ইউনিয়নের পশ্চিম ধোপাছড়ি এলাকার সোনা মিয়ার পুত্র মো. সোহেল, দোহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ড ঈদ পুকুরিয়ার মৃত আবদুল জলিলের পুত্র আবু সালাম, ৩নং ওয়ার্ড বারুদখানা এলাকার আবদুল আজিজের পুত্র মোহাম্মদ শাহজাহান, সাতবাড়িয়া মুন্সি ভিটা এলাকার মৃত ইউনুছের পুত্র মো. ইউসুফ এবং বরমা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার আনোয়ার মিয়া চৌধুরীর পুত্র মো. ফজলুল করিম বেলাল।

গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় সংক্রমণ-মৃত্যু গতকালের চেয়ে বেশি
পরবর্তী নিবন্ধআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ