চন্দনাইশে এম. পি. নজরুল নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াটা জরুরি

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

চন্দনাইশের ঐতিহ্যবাহী খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে এম.পি. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে না পারলে সুশিক্ষিত বলা যাবে না। যে শিক্ষার সাথে নৈতিকতা ও মানবিকতার সংমিশ্রণ থাকবে না, সে শিক্ষা পূর্ণতা পায় না। পুঁথিগত শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও শৃঙ্খলা মেনে চলা জরুরী। বর্তমান সরকার শিক্ষা বান্ধন সরকার। শিক্ষার মানোন্নয়নে সারাদেশে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এই অর্জন শতভাগ সার্থক করতে অভিভাবক, শিক্ষার্থী পরিচালনা পরিষদসহ এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। তিনি খানদীঘি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার শুভ উদ্বোধন ও ২০২১ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল ওয়াহেদ মাস্টারের মত আলোকিত ব্যক্তিদের জীবনাদর্শ অনুসরণ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের গতিশীল ভূমিকার ভুয়ষী প্রশংসা করেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক আবদুল আলীম সাহেবের সভাপতিত্বে এবং বিকাশ চন্দ্র দে ও মোছা. শাহীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এম.পি.। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা এফ. এম. দিদারুল আলম চৌধুরী, উপজেলা আ. লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট খোরশেদ বিন ইছহাক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপররাষ্ট্র-আইনমন্ত্রীর বক্তব্যে ব্যথিত কাদেরের প্রশংসা রানা দাশগুপ্তের
পরবর্তী নিবন্ধমাফিনই এখন দেশের সবচেয়ে ছোট গরু