চন্দনাইশে একরাতে ছয় গরু চুরি

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:৫৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকা থেকে একই রাতে ৩ গৃহস্থের ৬টি গরু চুরি হয়েছে বলে জানা গেছে। গত সোমবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চোরেরদল গাছবাড়িয়া এলাকায় হানা দিয়ে এসব গরু চুরি করে নিয়ে যায়।

জানা গেছে, সোমবার শেষ রাতে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকার সিরাজুল ইসলামের গোয়ালঘর থেকে ২টি, হোসাইন গনির গোয়ালঘর থেকে ২টি এবং ইদ্রিচ মিয়ার গোয়ালঘর থেকে বাছুরসহ ২টি গরু চুরি করে ট্রাক ভর্তি করে পালিয়ে যায় চোর চক্র। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য সাড়ে ৪ লাখ টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গরু নিয়ে যাওয়ার খবর পেয়েই তিনি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, গরু চুরি রোধকল্পে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাসিন্দার নিজ উদ্যোগে পাহারা দিলেও চন্দনাইশ পৌরসভায় পাহারা দেয়া হচ্ছে না। তিনি গরু চুরি রোধকল্পে প্রশাসনের পাশাপাশি এলাকার জনগণকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি চন্দনাইশ হাজী পাড়া থেকে ৬টি, ৭ জানুয়ারি দোহাজারী পৌরসভার পূর্ব হাছনদন্ডি থেকে ৪টিসহ বেশ কয়েকটি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার আদলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা চাই
পরবর্তী নিবন্ধবিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বিষয়ক সভা