চন্দনাইশে উচ্ছেদ অভিযান, অবৈধ দখলে থাকা সড়ক উদ্ধার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চন্দনাইশে অবৈধ দখলে থাকা একটি সড়ক দখলমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ গ্রামে জনসাধারণের চলাচলের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব এলাহাবাদ মৌজায় ০.০২০০ একর পথ শ্রেণীর জায়গা দখলমুক্ত করে সরকারের দখলে নেয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ গ্রামে জনসাধারণের চলাচলের একটি সড়ক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করে ০.০২০০ একর পথ শ্রেণীর জায়গা উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। চন্দনাইশ থানা পুলিশের একটি দল, পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাকর্মচারীরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো ১৩তম ফার্নিচার মেলা
পরবর্তী নিবন্ধএকটি ব্রিজ ও তিনটি ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ উদ্বোধন