চন্দনাইশে ঈগল পরিবহনের ৩ বাসকে জরিমানা

মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১ আগস্ট, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ঈগল পরিবহনের ৩টি বাসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, ফিটনেস সনদের অনুপস্থিতি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়া ঈগল পরিবহনের ৩টি বাসকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ছয় মামলায় ৪৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা মো.আসেফ উদ-দৌলাহ মিয়াজী