চন্দনাইশে অভিযান চালিয়ে ২ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেট ও ৪০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো জমিলা বেগম (২৭) ও রতন বড়ুয়া (৫৫)। পুলিশ গত শুক্রবার সকালে পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্র পেয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়াস্থ পুরাতন সড়ক ভবন অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজার ২০০ ইয়াবা ট্যাবলেটসহ জমিলা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জমিলা কক্সবাজার জেলার উখিয়া বালুখালী-১, ক্যাম্প ৮-ই এর কালা মিয়ার মেয়ে। একই স্থানে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাই মদসহ রতন বড়ুয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রতন বড়য়া বান্দরবান জেলার মধ্যমপাড়া মগবাজার এলাকার বজেন্দ্র লাল বড়ুয়ার পুত্র।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ইয়াবা ও মদ উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ২ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।












