চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা ও ৫০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. মামুন (২৬), মো. সৈয়দ নুর (৪২) ও জমির উদ্দীন (৩৮)। এসময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানাধীন দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ গতকাল ২৯ মে ভোররাতে দোহাজারী পৌরসদরস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নেয়। এসময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশীকালে চট্টগ্রামমুখী একটি পিকআপ তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা কারবারি গাজিপুর জেলার শ্রীপুর থানার মাওনা চক এলাকার মৃত হানিফের পুত্র মো. মামুন ও সাতকানিয়া উপজেলার কালিয়াইশ কাটগড় আহম্মদ কবির চেয়ারম্যান বাড়ির মৃত কবির আহম্মদের পুত্র মোঃ সৈয়দ নুরকে গ্রেপ্তার করা হয়।
এর পূর্বে গত ২৮ মে রাতে চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুজাফ্ফরাবাদ এন.জে উচ্চ বিদ্যালয়ের পিছনে পৃথক অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করে। এসময় উত্তর মুরাদাবাদ এলাকার মৃত সবুজ মিয়ার পুত্র মদ পাচারকারী মোঃ জমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ইয়াবা ও মদ উদ্ধারের ব্যাপারে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার জানান, ইয়াবাও মদসহ গ্রেপ্তারকৃত তিন মাদক কারবরীকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।