চন্দনাইশ ৭শ পিস ইয়াবাসহ মো. ইউনুচ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে দোহাজারী পৌরসভাস্থ চাগাচর রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় ।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা পাচারের সংবাদ পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাকির হোসেনের
নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজচার মহাসড়কের দোহাজারী চাগাচর রাস্তার মাথা এলাকায় অভিযান চালায়। এসময় কক্সবাজার জেলার চকরিয়া থানার ডেইঙ্গাকাটা বরইতলী এলাকার মো. ইমাম শরীফের ছেলে মো. ইউনুচ প্রকাশ ইউনুচ ড্রাইভারকে আটক করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে ৭শ পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার।