চন্দনাইশে এক হাজার পিস ইয়াবাসহ আবছার উদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ মে দিবাগত রাতে উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারীস্থ হাজারী পুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দোহাজারী হাজারী পুকুর পাড়ের দক্ষিণ পাশে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকার আবদুস সালামের ছেলে মো. আবছার উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার বলেন, গ্রেপ্তার আবছার উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। গতকাল আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।












