চন্দনাইশে আ. লীগ বিএনপির পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

চন্দনাইশে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেলে পৃথক এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় চন্দনাইশ পৌরসদরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় দলের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেন।
জানা যায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চন্দনাইশ পৌরসদর ও বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এরমধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল চন্দনাইশ সদর এলাকা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আ.ক.ম মোজাম্মেল, আপিল উদ্দিন আহমদ, মাহাদুর রহমান মাহাদু, মাসুদুর রহমান, জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, মোশাররফ হোসেন, নেসার উদ্দিন, নুরুল হুদা বাবর, মো. সেলিম উদ্দিন প্রমুখ। এদিকে কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. মহসিন জিল্লুর করিম সমর্থিত বিএনপির অপর একটি গ্রুপ চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের গাছবাড়িয়া বদুরপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সালাহ উদ্দিন, এড. আমিনুল ইসলাম চৌধুরী, মোরশেদুল আলম মিন্টু, শাহ আলম, মাহাবুবুল আলম, জসিম উদ্দিন, মোরশেদুল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অপরদিকে উপজেলায় বিএনপি নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক চন্দনাইশ পৌরসদরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌরসদর এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো. মাহাবুবুল আলম খোকা, সিরাজুল ইসলাম চৌধুরী, মোজাফফর হোসেন চৌধুরী, আমির হোসেন চৌধুরী, আবিদুর ইসলাম চৌধুরী, মিজানুর রহমান, আবু মোহাম্মদ সেলিম, জাবেদ ইকবাল কাজেমী, বাহাউদ্দিন হৃদয়, আবু শাহাদাত, নাঈম উদ্দিন, এসএম আবরার, তাসনিম, মো. সায়েম, রাকিব, শামিম, রবিন, হাসান, উজ্জল, শাওন প্রমুখ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, প্রথমে বিএনপির লোকজন মিছিল বের করে। আধাঘণ্টা পর আওয়ামী লীগের লোকজনও মিছিল বের করে। আমরা উভয় দলের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করার নির্দেশ প্রদান করি। এতে কোন ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধইভিএমের সিদ্ধান্ত নিতে পারেনি ইসি সংলাপের ১০ প্রস্তাব আমলে
পরবর্তী নিবন্ধপটিয়ায় ডেইরি ফার্মে ডাকাতি ৭ গরুসহ নগদ টাকা লুট