চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চন্দনাইশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি দমন কমিশনের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন। এতে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, মো. আবু তালেব, চৈতী বড়ুয়া, সুমিত ভট্টাচার্য, মো. কমরুদ্দীন, মোহাম্মদ সোহেল, মরিয়ম বেগম প্রমুখ। বক্তারা আগামীর সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিমুর রহমানের সমর্থনে গণমিছিল
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে ভিউএক্সচেঞ্জ প্রোগ্রাম