চন্দনাইশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:২৯ পূর্বাহ্ণ

‘দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ স্লোগানে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। গত বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, পিপিএস’র নির্বাহী পরিচালক নুরুল হক চৌধুরী প্রমুখ। পরে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) কাল
পরবর্তী নিবন্ধশুদ্ধ উচ্চারণ ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাপকাঠি