চন্দনাইশে আন্তর্জাতিক উল্লুক দিবস পালন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৬:১২ পূর্বাহ্ণ

চন্দনাইশে আন্তর্জাতিক উল্লুক দিবস (গিবন ডে) উদযাপিত হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন দোহাজারী রেঞ্জের উদ্যোগে উপজেলার ধোপাছড়ি বনবিট এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান এম মোরশেদুল আলম, বন্যপ্রাণী গবেষক তারিক কবির, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা (চট্টগ্রাম দক্ষিণ) মো. খোরশেদ আলম, দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দীন এলাহী, ধোপাছড়ি বিট কর্মকর্তা আবদুস সাত্তার প্রমুখ।
দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দীন এলাহী বলেন, উল্লুক বিপন্ন জাতীয় একটি প্রাণী। ২০১৫-১৬ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী ধোপাছড়ি বনাঞ্চলে ৭/৮টি উল্লুক দেখা যায়।
তবে স্থানীয়দের মতে এ বনাঞ্চলে কমপক্ষে ৫টি গ্রুপে প্রায় ১৫টিরও অধিক উল্লুক রয়েছে। আমরা বিপন্ন এ প্রাণীটি যাতে আক্রমণের শিকার না হয় এবং তারা যাতে স্বাধীনভাবে এখানে বিচরণ করতে পারে সেজন্য স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এখানে আন্তর্জাতিক উল্লুক দিবস পালন করেছি।

পূর্ববর্তী নিবন্ধনুরুদ্দিনের সমাধিতে জাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধমাহমুদ হাসানকে স্মরণ