চন্দনাইশে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে অগ্নিকান্ডে ৩ জনের বসতঘর পুড়ে গেছে। গত রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ড জোয়ারা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৬টার সময় চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ড মধ্য জোয়ারা এলাকার সতীশ বৈদ্ধ বাড়ির চিন্তাহরণ চক্রবর্ত্তী, তার ছেলে দেবাশিষ চক্রবর্ত্তী ও অজয় চক্রবর্ত্তীর বসতঘরে আগুন লেগে ৩ বসতঘর পুড়ে ছাই। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ৩টি বাড়িতে রক্ষিত নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল আগুনে পুড়ে যায়। চন্দনাইশ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শাহ আলম খান জানান, ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছাত্রলীগের ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন
পরবর্তী নিবন্ধপটিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার পেল খাদ্য সহায়তা