বনবিভাগ পটিয়া রেঞ্জের অধীন চন্দনাইশের লট এলাহাবাদ এলাকা থেকে বনবিভাগের অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ আকাশমনি ও সেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ কাটার খবর পেয়ে গত শনিবার বিকেলে অভিযান চালিয়ে সেগুনসহ প্রায় ১’শ ঘনফুট গাছ জব্দ করেছেন বনবিভাগের কর্মীরা।
জানা যায়, উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের হাইমমারা নামক স্থানে বনবিভাগের অনুমোদন ছাড়া আকাশমনি ও সেগুন গাছ কেটে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। খবর পেয়ে বনবিভাগ দক্ষিণের আওতাধীন পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মাহাবুবুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা গত শনিবার বিকেলে অভিযান চালায়।
এসময় কেটে ফেলে রাখা অবস্থায় প্রায় ১’শ ঘনফুট আকাশমনি ও সেগুন কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়। বরগুনি বিট কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, বনবিভাগের অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধভাবে গাছগুলো কাটা হয়েছে। আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে কাটা অবস্থায় এসব গাছ জব্দ করি। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, চন্দনাইশের কাঞ্চনাবাদ লট এলাহাবাদ থেকে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়েছে এবং কাটা গাছ জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপও নেয়া হয়েছে।