চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম মো. মুজিব প্রকাশ মুজিব ডাকাত (৩৯)।
পুলিশ গত বুধবার সন্ধ্যায় চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী খাগরিয়া ভোরবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জাফরাবাদ গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র মো. মুজিব প্রকাশ মুজিব ডাকাত খাগরিয়া ভোর বাজারে অবস্থানের সংবাদ গোপন সূত্রে পেয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার ও এসআই সুজায়েতের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার বাড়িতে অস্ত্র আছে বলে পুলিশকে জানায়। পুলিশ ওইদিন রাতেই মুজিবকে নিয়ে তার বাড়িতে অভিযান চালায় এবং তার দেখানো শয়নকক্ষের খাটের নিচে চিড়ানো কাঠের মধ্যে বিশেষ ব্যবস্থায় রাখা একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, ধৃত মুজিবের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ৭টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় চন্দনাইশ থানায় নিয়মিত মামলা দায়েরের পর আসামী মুজিবকে আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে।