চন্দনাইশে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

চন্দনাইশে একটি ওয়ান শুটার রাইফেলসহ মো. মিজান (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার রাতে পৌরসভার ২ নং ওয়ার্ডের চৌধুরীপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মিজান একই এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে।

চন্দনাইশ সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, মিজানের কাছে অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়।

২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটকের পর তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়। পরে মিজানকে চন্দনাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে বলেও সূত্রে জানা যায়।

চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার জানান, অস্ত্রসহ আটককৃত মো. মিজানের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ২টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগণপরিবহন নেই, সিএনজি টেক্সি চালকদের হাতে জিম্মি যাত্রীরা
পরবর্তী নিবন্ধউদ্যোক্তা সংগঠন ইয়েস ২১ স্কুলের আলোচনা সভা